হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সানন্দাজ শহরের ইমাম জুমা মাওলাভী ফায়েক রুস্তামী বলেন, রাসুল (সাঃ) শা’বানের শেষের দিকে এবং রমজান মাসের প্রাক্কালে মুসলমানদের বলতেন যে, তোমাদের দিকে এমন একটি মাস আসছে যেখানে দোয়া, আল্লাহর করুণা ও ক্ষমা রয়েছে, তাই এই মহান মাসের মহান সুযোগগুলোকে কাজে লাগাতে হবে।
কুর্দিস্তান প্রদেশের একজন সুন্নি আলেম মৌলভি ফায়েক রুস্তামি পবিত্র রমজান মাসের আগমনের প্রাক্কালে হাওজা নিউজ এজেন্সির একজন প্রতিনিধিকে বলেছেন যে রমজান মুসলমানদের জন্য আত্মত্যাগের মাস। তাই এই মহান ও পবিত্র মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, রমজান হলো পার্থিব কামনা-বাসনা ও আধ্যাত্মিকতা থেকে দূরত্বের মাস।
তাই রোজা শুধু খাওয়া-দাওয়াতেই সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং এই পবিত্র মাসে ব্যক্তির সকল অঙ্গ-প্রত্যঙ্গের রোজা রাখতে হবে।
তিনি আরো বলেন, পবিত্র রমজান মাস সম্পর্কে আল্লাহর রাসূল (সা.) বলেছেন, রমজানের দিনগুলো বরকতময়, আশীর্বাদ এবং অনুগ্রহ নিয়ে আসে, অর্থাৎ রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি ভালো আচরণ করে তাহলে এটা হবে তার সফলতার প্রমাণ।